বাংলায় প্রথম দফার ভোটের প্রায় ৩০ শতাংশ ইভিএম-ই খারাপ বেরোল! আন্দোলিত প্রশাসন ও কমিশন!

নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলার প্রথম দফার ভোটগ্রহণের আর ঠিক দু’সপ্তাহ বাকি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দফার জন্য প্রচার করে গেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করেছেন। এরই মধ্যে দেখা গেল, প্রথম দফার তিন আসনে ভোটের জন্য যে সব ইভিএম তথা ইলেকট্রনিক ভোটিং মেশিন পাঠানো হয়েছে তার মধ্যে কমবেশি ৩০ শতাংশই খারাপ বেরিয়েছে। প্রথম দফায় ভোট হবে তিন আসনে। ওই তিন আসন হল—কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। জেলা প্রশাসনের শীর্ষ সূত্রে জানা গিয়েছে, সেখানে ভোটিং মেশিন কমিশন করতে গিয়ে একের পর এক ইভিএম খারাপ বেরিয়েছে।

error: Content is protected !!