📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোটপ্রচারে প্রায় রোজই রাজ্যের কোথাও না কোথাও জনসভা করছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জোড়া সভা রয়েছে তাঁর। বীরভূম এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করবেন মমতা। প্রতিটি সভা থেকেই নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তিনি। বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’তে শরিক হলেও এ রাজ্যে তৃণমূল একা লড়াই করছে, তা-ও স্পষ্ট করে দিচ্ছেন দলের সর্বময় নেত্রী। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপির পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধেও একই ভাবে লড়ছে বাংলার শাসক দল।