বাংলাদেশে ভোটের মিছিলে হামলা, গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী, নিহত ১

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বাংলাদেশে নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল হানাহানি। ভোটের প্রচারে চলাকালীন চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হলেন বুধবার। সূত্রের খবর, এই হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় ঘটনাটি ঘটেছে। বিএনপির প্রার্থীর পাশাপাশি গুলিতে আরও কয়েকজন আহত হয়েছেন। এরশাদ উল্লাহকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। অন্যদিকে গুলিতে এক ব্যক্তির নিহতের খবর পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তির নাম সারোয়ার বাবলা।