বাংলাকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা, চাকরিহারাদের সঙ্গে ৭ এপ্রিল কথা বলবেন মমতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:
কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালে এসএসসি-র নিয়োগে পুরো প্যানেল বাতিল। ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলছেন, নজর ছিল সেদিকে। বৃহস্পতিবার মমতা বললেন, বিচার ব্যবস্থায় আস্থা রয়েছে, কিন্তু তিনিও মানতে পারছেন না এই রায়। একই সঙ্গে বাম-বিজেপির দিকে যেমন একগুচ্ছ প্রশ্ন ছুঁড়ে দিলেন, তেমনই বোঝালেন পরিবারের কর্ত্রীর মতোই রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন বঞ্চিতদের পাশে। মনে করালেন, এই পরিস্থিতিতে, ডিপ্রেসনের মাঝেও, কোনও দুর্ঘটনা নয়। বললেন, যখন বিপদে মানুষের পাশ থেকে সবাই পালিয়ে যায়, তখন কেউ না কেউ আসে তাঁকে রক্ষা করার জন্য।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পর, শুরুতেই মমতা বলেন, বিচারের রায় পুরোটাই পড়েছেন তিনি, কোনও বিচারপতির বিরুদ্ধে অভিযোগ নেই। বিচারকের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলেন, এই রায় তিনি মানতে পারছেন না। 

error: Content is protected !!