বর্ষা আসছে, আগাম প্রস্তুতি সারছে পুরসভা, নিজের ওয়ার্ডে তদারকি অরূপ চক্রবর্তীর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শীত হোক বা বসন্ত বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে যখন তখন। বসন্তেই টের পাওয়া যাচ্ছে গ্রীষ্মের আমেজ। সামনেই বর্ষা। আর টানা বৃষ্টিতে শহরের একাংশের অলি গলি ডুবে থাকে জলে। দুর্ভোগের শেষ থাকে না আম জনতার। তবে দুর্ভোগ কমাতে ইতিমধ্যেই তৎপরতার সাথে কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা। বর্ষা আসার আগেই অঞ্চলের নিকাশি নালাগুলির মধ্যে জমে থাকা পলি জেট কাম সাকশান মেশিনের সাহায্যে নিষ্কাশনের মাধ্যমে পরিষ্কার করার কাজ চলছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন ৯৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী।  প্রখর রৌদ্রে যখন খোলা আকাশের নিচে থাকা যাচ্ছে না, মানুষ বাড়ির বাইরে বেরতে চাইছে না সেই সময় রোদকে সঙ্গী করেই পদ্মপুকুর অঞ্চলে নালা – নিকাশির কাজ পরিদর্শন করলেন অরূপ চক্রবর্তী। তবে, মাঝে মধ্যেই তাকে এভাবেই রাস্তায় থাকতে দেখা যায়। ওয়ার্ডে যে উন্নয়ন মূলক কাজ গুলো হচ্ছে তা নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেন। মানুষের সুযোগ সুবিধার বিষয়েও তিনি তৎপর। কোনো সমস্যা বা অভিযোগ কানে শুনতে পেলেই ছুটে যান দুয়ারে । তারপর চলে সমস্যা সমাধানের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!