বর্ধিত হলো হাওড়া-পুরী বন্দে ভারতের কোচের সংখ্যা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ট্রেনটির কোচের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে ১৬টি কোচ ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২০টি-তে।

নতুন এই বিন্যাসে থাকবে ১৮টি এসি চেয়ার কার এবং ২টি এক্সিকিউটিভ ক্লাস কোচ। এই অতিরিক্ত কোচগুলির সংযোজনের ফলে যাত্রী সংখ্যা আরও বাড়ানো সম্ভব হবে এবং যাত্রীরা আরও আরামদায়ক ভ্রমণের সুযোগ পাবেন।

রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস পূর্ব ভারতে অন্যতম জনপ্রিয় ট্রেন হয়ে উঠেছে, যা বিশেষত পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।