বরাহনগর টু ব্যারাকপুর, ট্রেন থামবে ১০ টি স্টেশন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  দীর্ঘ জট কাটিয়ে অবশেষে বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত ১৩ কিমির মেট্রো প্রকল্পে ফের গতি আনার তৎপরতা শুরু হয়েছে। সাম্প্রতিক একাধিক বৈঠক ও কেন্দ্রীয় তৎপরতায় প্রকল্পটি আবার জোর পেতে শুরু করেছে বলে রেলসূত্রে খবর। কোন কোন স্টেশন থাকছে এই রুটে?প্রায় ১৩ কিমি দীর্ঘ এই মেট্রো রুটে থাকবে মোট ১০টি স্টেশন|

কামারহাটি, আগরপাড়া, সোদপুর, পানিহাটি, সুভাষনগর, খড়দা, টাটা গেট, টিটাগড়, তালপুকুর, ব্যারাকপুর| এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর শহরতলি ও কলকাতার মধ্যে যাতায়াত দ্রুত, আরামদায়ক ও পরিবেশবান্ধব হবে| রেল সূত্রের দাবি, প্রতিদিন হাজার হাজার যাত্রী উপকৃত হবেন এই নতুন মেট্রো রুট চালু হলে।