বদলাচ্ছে চিন-ভারত সমীকরণ, এবার পর্যটকদের জন্য খুলে যাচ্ছে গালওয়ান উপত্যকা!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একেই হয়তো বলে ‘সাপে বর’। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি ভারত এবং চিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের জেরে কাছাকাছি আসছে। সোমবারই দিল্লিতে এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এর মধ্যেই জানা গেল, বেশ কয়েক বছর পর লাদাখের গালওয়ান উপত্যকা খুলে যাচ্ছে পর্যটকদের জন্য! ২০২০ সালে গালওয়ানে চিনা ফৌজের সঙ্গে সংঘর্ষ হয় ভারতীয় সেনার। তারপর থেকে কূটনৈতিক শীতলতায় গালওয়ান হয়ে উঠেছিল উভয় দেশের দ্বন্দ্বস্থল। ধীরে ধীরে সেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। তার জেরেই লাদাখের গলওয়ান উপত্যকায় এ বার ঘুরতে যেতে পারবেন পর্যটকেরা। পাশাপাশি সিয়াচেনকেও পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তোলার ভাবনাচিন্তা চলছে।