📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বড়বাজারের পর এবার দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার গভীর রাতে পাঁচতলা হোটেলের কনফারেন্স রুমে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে হোটেলের একাংশ। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। অগ্নিকাণ্ডের সময়ে হোটেলের একাধিক ঘরে ৫০ জনের বেশি মানুষ ছিলেন। সকলকেই নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়। দমকলের ৫টি ই়ঞ্জিনের চেষ্টায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।
বড়বাজারের পর এবার দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

