📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যে সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টির প্রবণতা চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের উপরের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কিছু জেলায় এই সময়কালজুড়ে ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, যার গতি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। কোথাও কোথাও শিলা বৃষ্টি এবং প্রবল বজ্রপাতের আশঙ্কাও থাকছে।
শনিবার থেকে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। রবিবারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে রবিবারের পর থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আবহাওয়া দফতরের মতে, সোমবারের পর থেকে রাজ্যে তাপমাত্রা ক্রমে বাড়তে পারে। যদিও রবিবার পর্যন্ত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।