বছরের শেষ দিনে রেকর্ড শীত! কলকাতায় আরও কমল তাপমাত্রা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলল ২০২৫ সালের শীতকাল। বছরের শেষ দিনে কলকাতার তাপমাত্রা নেমে এল ১১ ডিগ্রিতে। এই মরশুম তো বটেই, গোটা বছরের মধ্যে এটিই হয়ে রইল শীতলতম দিন। ভোরের দিকেই ঠান্ডার তীব্রতায় কাঁপতে শুরু করে মহানগর থেকে জেলা—সর্বত্রই শীতের দাপট স্পষ্ট।