বঙ্গে বিজেপির মাটি শক্ত করতে তৈরি ‘টিম শমীক’, বিধানসভা নির্বাচনের আগে পুরনোদের বাড়তি গুরুত্ব

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: লক্ষ্য বাংলায় মাটি শক্ত করা। বিজেপির রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্যর নতুন টিম প্রায় তৈরি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরনোদের গুরুত্ব দিয়ে রাজ‌্য বিজেপির পদাধিকারীদের নয়া কমিটি ঘোষণা করবেন শমীক। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে কমিটির রদবদল নিয়ে আলোচনা করেছেন তিনি। শাহর গ্রিন সিগন‌্যালও পেয়ে গিয়েছেন বলে খবর। এবার শুধু নয়া কমিটি যেটা হতে চলেছে তা রাজ‌্য আরএসএসের অনুমোদনের জন‌্য পাঠানো হবে। সবুজ সংকেত মিললেই রাজ‌্য পদাধিকারীদের নয়া কমিটি ঘোষণা করবেন শমীক। আর তা ঘোষণা হবে আগস্টের প্রথম সপ্তাহে।।