📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুক্রবার জেলা ভিত্তিক সভাপতি এবং চেয়ারম্যানদের নামের তালিকা প্রকাশ করেছে তৃণমূল (Tmc district presidents list)। তবে তাৎপর্যপূর্ণভাবে বীরভূমে জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়নি। পরিবর্তে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জেলে যাওয়ার পর জেলা পরিচালনার জন্য যে কোর কমিটি গঠন করা হয়েছিল, এবারেও সেই কোর কমিটির হাতেই ছাড়া হয়েছে জেলার দায়িত্ব। কোর কমিটিতে অনুব্রত ছাড়াও আরও ছ’জনকে রাখা হয়েছে। যা থেকে স্পষ্ট, জেলে যাওয়ার আগে পর্যন্ত জেলায় তিনি একাই যে ভাবে সব সিদ্ধান্ত নিতে পারতেন, সেটা এখন আর হবে না। অর্থাৎ আগের মতো ফ্রি হ্যান্ড আর থাকবে না কেষ্ট মণ্ডলের।
তবে এখনও আশার আলো দেখছেন আর এক জেল ফেরত নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার প্রাক্তন জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallik) অনুগামীরা। কারণ, এদিন উত্তর ২৪ পরগনার বসিরহাট, দমদম-ব্যারাকপুর, বনগাঁ সাংগঠনিক জেলার জন্য সভাপতি ও চেয়ারম্যানদের নাম প্রকাশ করা হলেও বারাসত সাংগঠনিক জেলার সভাপতি ও চেয়ারম্যানের নাম পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে বালুর ভাগ্যে শিকে ছিঁড়তে পারে বলে মনে করছেন তাঁর অনুগামীরা।