ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের রেল দুর্ঘটনা। লাইনচ্যুত হলো সবরমতী এক্সপ্রেস (১৫২৬৯)। পাঙ্কি স্টেশন থেকে ভাউলপুর স্টেশন যাওয়ার সময়ে ট্রেনের শেষ দু’টি কোচ লাইনচ্যুত হয়। শুক্রবার বিকেল ৪.২০ নাগাদ ঘটনাটি ঘটে। হতাহতের কোনও খবর নেই।