ফের মেট্রো বিভ্রাট ব্লু লাইনে, দক্ষিণেশ্বর ও দমদম স্টেশনের মধ্যে সার্ভিস ডিলে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:সপ্তাহের আরও একটি কর্মব্যস্ত দিনে ব্লু লাইনে বিভ্রাট। দক্ষিণেশ্বর এবং দমদম স্টেশনের মধ্যে দেরিতে চলাচল করছে ট্রেন। সিগন্যালিং কেবলে সমস্যার কারণেই এই বিভ্রাট, জানা গিয়েছে এমনটাই।