📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আন্তর্জাতিক বাজারে ওঠা নামার ফলে এপ্রিলের শেষের দিক থেকে সোনার দামে লাগাতার পতন লক্ষ্য করা যাচ্ছিল। ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে সোনার দাম কমের দিকে থাকলেও মাঝে আবার বেড়ে যায়। বৃহস্পতিবার এক ধাক্কায় ২ হাজার টাকা এবং শুক্রবারও অল্প বিস্তর এই সোনালি ধাতুর (Gold Price) দাম কমায় ৮০ হাজারের ঘরে নেমেছিল। কিন্তু শনিবার ফের খানিকটা বাড়ল দাম।
আজ কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম অর্থাৎ গহনা সোনার দাম ৮৯,২৫০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনা অর্থাৎ পাকা সোনার দাম ৮৯,২৫০ টাকা। পাকা সোনার বাট ১০ গ্রামের দাম ৯৩,৪৫০ টাকা। যদিও সোনার দোকানে গেলে এই দামে হেরফের হতে পারে। অ্যাড হবে জিএসটি।