📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:
কলকাতায় আজ ২২ ক্যারেট সোনা অর্থাৎ গহনা সোনার ১০ গ্রামের দাম ৮৯,৮৫০ টাকা। ২৪ ক্যারেট খুচরো পাকা সোনা (১০ গ্রাম)-এর দাম ৯৪,৫৫০ টাকা। এবং ২৪ ক্যারেট সোনার বাট (বুলিয়ন, ১০ গ্রাম)-এর দাম ৯৪,০৫০ টাকা।
রুপোর দাম প্রতি কেজিতে ৯৫,৩৭০ টাকা। রুপোর দামও কম-বেশি ওঠানামা করছে।
তবে, সোনা বানাতে গেলে উপরোক্ত দামের সঙ্গে জিএসটি (GST) অন্তর্ভুক্ত হবে। গয়না কেনার সময় এর সঙ্গে যুক্ত হবে কর ও মেকিং চার্জও যা অঞ্চলভেদে ও দোকানভেদে আলাদা হয়।

