ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, বঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত মঙ্গলবার নিম্নচাপে পরিণত হওয়ার কথা। এর প্রভাবে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। উত্তরবঙ্গের তিনটি জেলা বাদে বাকি সব জেলাতেই ঝড় বৃষ্টি ও বজ্রপাতের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে, সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনায় সর্বাধিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালের পর থেকে সরবে নিম্নচাপ, ফলে ক্রমশই কমবে বৃষ্টির পরিমাণ।