📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:
শীত বিদায়ের জল্পনা শুরু হতেই ফের চমক দিল আবহাওয়া। বড়সড় পারদ পতন পারদের। পাক্কা ১৯ দিন পর পরশু রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৫ ডিগ্রির ঘরে। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। গতরাতে এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি পারদ পতনে কলকাতার রাতের তাপমাত্রা নেমে দাঁড়াল ১২.৪ ডিগ্রিতে। ফলে ফের জুবুথুবু ঠান্ডার পরশ শহর ও সংলগ্ন জেলায়।
ফের জাঁকিয়ে শীতের কামড় বাংলায়, কতটা নামল কলকাতার তাপমাত্রা?

