📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ঘনবসতিপূর্ণ হংকং এবং সিঙ্গাপুর জুড়ে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে। যা নিয়ে সতর্কতা জারি করেছে সেখানকার স্বাস্থ্য দফতর। সেন্টার ফর হেলথ প্রোটেকশনের কমিউনিকেবল ডিজিজের আধিকারিক অ্যালবার্ট আউ জানিয়েছে হংকং-এ কোভিড ভাইরাসের সক্রিয়তা বেড়েছে। হংকং-এ সম্প্রতি উল্লেখ যোগ্য হারে করোনা পজিটিভ নমুনার সংখ্যা বেড়েছে। এক বছরের মধ্যে যা সর্বোচ্চ।
ফের করোনার চোখ রাঙানি

