ফের ইন্ডিগো ফ্লাইটে বিপত্তি, জরুরি অবতরণ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  বৃহস্পতিবার দিল্লি থেকে ইম্ফলগামী ইন্ডিগো ফ্লাইট টেকঅফের পরই নজরে আসে যান্ত্রিক ত্রুটি । সেই কারণে মাঝপথ থেকে দিল্লিতে ফের ফেরানো হয় বিমানটিকে। সেখানে জরুরি অবতরণ করানো হয় ইন্ডিগোর বিমানটিকে।