ফুল চোর অপবাদে আত্মহত্যার ঘটনায় ক্লোজ শান্তিপুরের সিভিক ভলান্টিয়ার, গ্রেপ্তার ১

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রতিবেশী সিভিক ভলান্টিয়ারের গাছ থেকে ফুল তোলার ‘অপরাধে’ মহিলাকে কান ধরে ওঠবোস কাণ্ডে জারি ধরপাকড়। এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার-সহ তার পরিবারের তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। শান্তিপুর থানার ওই সিভিক ভলান্টিয়ার মিলন করাতিকে ক্লোজ করা হয়েছে। সিভিক ভলান্টিয়ারের দাদা অসীম করাতিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে জোর তল্লাশি।

সিভিক ভলান্টিয়ার এবং নিহত ওই মহিলা প্রতিবেশী। শান্তিপুর থানার নৃসিংহপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা দু’জনে। মহিলার পরিবারের দাবি, বৃহস্পতিবার ভোরবেলা ওই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ফুল তুলতে যান মহিলা। অভিযোগ, তা দেখে ফেলেন ওই সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, ফুল তোলার অপরাধে মহিলার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তাঁকে গাছে বেঁধে রেখে কান ধরে ওঠবোস করানো হয় বলেও অভিযোগ। বেশ কিছুক্ষণ বাড়ি ফেরেন মহিলা। পরিবারের লোকজনের দাবি, তারপর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন।

error: Content is protected !!