“ফুলের সাজে ফুলের মাঝে মা দুর্গা মোদের মাঝে”

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৪ ঠা আশ্বিন (ইং ২১ শে সেপ্টেম্বর ২০২৫ )নিউ টাউন সিটি স্কোয়ার মাঠে মহাসমারোহের  সঙ্গে উদ্বোধিত হল নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের দুর্গোৎসব তথা দেবী দুর্গার মূর্তি। উদ্বোধন করলেন ভার্চুয়াল প্রক্ষেপণের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই সাথে সূচিত হল সমিতির চতুর্থ বর্ষের দুর্গাপুজো। এবারে পুজোর সমগ্র ভাবনায় আছেন প্রখ্যাত শিল্পী রিন্টু দাস।
নিউ টাউন সর্বজনীনের এবারের ভাবনা হল “*ফুল”*। হিন্দু দেব- দেবীদের বিভিন্ন পুজোর আচারে,এবং মা দুর্গার প্রিয় ফুল হলো শিউলি। দুর্গাপুজো মানেই আশ্বিনের নীল আকাশ, আর অমল ধবল মেঘের ভেলা, আর শিউলি ও কাশের মেলা। পুজোর চিন্তনে তাই মিশে আছে শত সহস্র শিউলির ঝরে পড়া ও মন ভালো করা শ্বেত শুভ্র কাশফুলের দুলুনি। শীততাপ নিয়ন্ত্রিত গর্ভগৃহে বিম্বিত হচ্ছে মা দুর্গার স্নিগ্ধ রূপ লাবণ্য,তিনি যেন সর্বত্র পরিব্যাপ্ত। আর চোখ ধাঁধানো আলোকসজ্জা যা দেখে মনে হচ্ছে মায়ের অবস্থান মর্তে এক স্বর্গীয় মহাজাগতিক পরিবেশের সৃষ্টি করেছে। প্রায় ৪৫ হাজার বর্গফুট জুড়ে তৈরি এক অনন্য মণ্ডপসজ্জা যার প্রবেশ দ্বার টিতেও থাকছে চমক। দর্শনার্থীরা যেন অমৃতলোকে প্রবেশ করবেন ধুতরা ফুলের ভিতর দিয়ে।   তাইতো নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির সভাপতি শ্রী লক্ষীকান্ত কর ও সম্পাদক সমরেশ দাস  স্বতঃস্ফূর্তভাবে বললেন এবারের থিম হলো “ফুলের সাজে ফুলের মাঝে মা দুর্গা মোদের মাঝে”।  এই অনুষ্ঠানে যাদের বর্ণময় উপস্থিতি এই উদ্বোধনী অনুষ্ঠানকে আলোকিত করেছেন বিধায়ক তাপস চ্যাটার্জি, NKDA চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়, NKDA সিইও শহিদ আব্দুল, NKDA সেক্রেটারি প্রশান্ত কুমার বড়াই, WBHIDCO ভাইস চেয়ারম্যান এইচ কে দ্বিবেদী, WBHIDCO কর্ণধার শশাঙ্ক শেঠী, কোল ইন্ডিয়ার প্রাক্তন মুখ্য উপদেষ্টা সতীর্থ ভট্টাচার্য, মুখ্য উপদেষ্টা বাণীব্রত বসু, হিডকো ওয়েল ফেয়ার কমিটির চেয়ারম্যান পুষণ গুপ্ত, বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি মুকেশ কুমার, ডিসিপি মানব সিংলা। এছাড়াও নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি আয়োজিত পুজোর মাঠে থাকছে ফুড কোর্ট তথা আহারে সর্বজনীন, অন্যান্য সামগ্রীর মেলা ও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড।সর্বোপরি শিল্পী রিন্টু দাস ও সমিতির উদ্যোক্তারা সবাই আশা রাখছেন যে এ বছর নিউটাউন সর্বজনীন এর চমকপ্রদ মন্ডপসজ্জার আকর্ষণে নিউটাউনে মানুষের ঢল নামবে।