📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টের মধ্যে জোরকদমে চলছে। ইতিমধ্যে কেএল রাহুলের পরিবারে এসেছে এক সুখবর। সোমবারই (২৪ মার্চ) পিতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি। রাহুলের স্ত্রী আথিয়া শেঠি এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। রাহুল নিজেই সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে এই সুখবরটি সমর্থকদের সঙ্গে শেয়ার করেছেন।
সোমবার ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team ) তারকা ব্যাটার কেএল রাহুল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানেই তিনি এই খবরটি জানিয়েছেন। এই পোস্টে রাহুল দুটো হাঁসের ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘আমরা এক কন্যাসন্তানের আশীর্বাদধন্য হলাম।’ এই পোস্টটি চোখের নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ফাঁস হয়ে গেল রাহুলের সদ্যজাত মেয়ের ছবি! দেখেছেন আপনি?
