📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এই মুহূর্তে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ গীতশ্রী। বর্তমানে তিনি ‘শুভবিবাহ’ ধারাবাহিকে অভিনয় করছেন। কাজের চাপের মাঝেও সম্প্রতি ৬ দিনের ছুটি পেয়েছিলেন তিনি। আর সেই ফাঁকে প্রেমিক প্রবীর দাসের সঙ্গে পাড়ি দিয়েছেন মলদ্বীপে। সমাজমাধ্যমে শেয়ার করা একাধিক ছবিতে ফুটে উঠেছে তাঁদের প্রেমের রঙ।
প্রায় তিন বছর ধরে প্রেম করছেন গীতশ্রী ও প্রবীর। প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে যেন আরও এক ধাপ এগিয়ে গেল তাঁদের সম্পর্ক। অভিনেত্রী নিজেই জানালেন, “ওর এই সময় কাজের চাপ কম থাকে। তাই আমরা বছরের এই সময়টাকেই বেছে নিই ঘোরার জন্য।”
প্রবীরের আগমনে গীতশ্রীর জীবনে এসেছে অনেক পরিবর্তন। আগে একা হাতে সব কিছু সামলালেও এখন অনেক দায়িত্ব ভাগ করে নিয়েছেন প্রবীর। জামাকাপড় গোছানো থেকে শুরু করে হোটেল বুকিং— সব কিছুতেই সাহায্য করেন তিনি। তবে একেবারে মনের মতো মিল না হলেও, তাঁদের বোঝাপড়া দুর্দান্ত। গীতশ্রী হাসতে হাসতে বলেন, “প্রবীর যে ভাবে সময় ধরে কাজ করে, আমি পেরে উঠি না।”
তবে এই সফর ছিল একেবারে অন্যরকম। কারণ, এই সফরেই মলদ্বীপের রোম্যান্টিক পরিবেশে গীতশ্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন প্রবীর। উত্তরে গীতশ্রী এক মুহূর্তও দেরি করেননি— সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলে দেন। যদিও এখনই বিয়ের পরিকল্পনা নেই। অভিনেত্রীর কথায়, “দিল্লি এখন অনেক দূরে।”
রিল আর রিয়েল জীবনের এই মেলবন্ধন যে অনুরাগীদের মন ছুঁয়ে যাবে, তা বলাই বাহুল্য।