📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রায় ১৩ ঘণ্টা পর মেদিনীপুরের বালি ব্যবসায়ীর বাড়ি থেকে বের হলেন ইডি আধিকারিকেরা। তাঁদের সঙ্গে ছিল দু’টি ব্যাগ। অনুমান করা হচ্ছে, তাতে বিভিন্ন নথিপত্র ছিল। তবে, এই বিষয়ে মুখ খোলেননি ইডি আধিকারিকরা। সোমবার সকাল ৮টা থেকে বালি পাচার কাণ্ডে ইডি-র একটি দল তল্লাশি অভিযান চালাচ্ছিল বালি ব্যবসায়ী সৌরভ রায়ের মেদিনীপুরের (যমুনাবালীর) বাড়িতে। ৩টি গাড়িতে করে এসেছিলেন ইডি আধিকারিকরা। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ইডি-র আরও একটি দল এসে পৌঁছয় মেদিনীপুর শহরের অদূরে যমুনাবালীর বাড়িতে। এই গাড়িতে ৩ জন আধিকারিক ছাড়াও সিআরপিএফ জওয়ানরা ছিলেন।
প্রায় ১৩ ঘণ্টা ধরে চলল তল্লাশি, মেদিনীপুরের বালি ব্যবসায়ীর বাড়ি থেকে বের হলেন ED আধিকারিকরা
