নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষিন ২৪ পরগনা জেলার প্রান্তিক দুটি বালিকা বিদ্যালয়ে উপহার স্বরূপ তুলে দেওয়া হল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও স্যানিটারি প্যাড। ছাত্রীদের সাথে সচেতনতা মুলক আলোচনা করেন অধ্যাপিকা নুপুর রায় এবং শিক্ষিকা সুমনা মণ্ডল। এই সামাজিক উদ্যোগ সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন – এই উদ্যোগে উপকৃত হবেন দুই বিদ্যালয়ের আনুমানিক ৭০০ ছাত্রী।
এই প্রসঙ্গে – বাংলা আবার সামাজিক সংগঠনের প্রধান কাঞ্চন ব্যানার্জি বলেন – আমাদের সংগঠনের মূল লক্ষই হল – সমাজের সার্বিক উন্নয়ন ও মানুষের পাশে থাকা। পল্লী উন্নয়ন সমিতি দুর্গোৎসব কমিটির পক্ষে শুভম বাবু বলেন – সারা বছর আমাদের ক্লাব, সামাজিক কাজের মধ্যে থাকে। আমরা শুধু দুর্গা পূজা করিনা, মাতৃ শক্তির সম্মান করি এবং তাঁদের পাশে থাকি। বন্ধু এক আশা সামাজিক সংগঠনের পক্ষে অধ্যাপিকা নুপুর রায় বলেন – মানুষের পাশে থাকার মত আনন্দ, আর কিছুতেই নেই।