প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ কি বহাল থাকবে?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সুপ্রিম কোর্ট এসএসসি মামলায় ২৬ হাজার চাকরি বাতিল করে। প্রথমে এই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই রায়ই বহাল রাখে সুপ্রিম কোর্ট। এসএসসি-র মতো প্রাথমিকের মামলাতেও (WB Primary Recruitment Case) ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল রাজ্যের উচ্চ আদালত। সোমবার কলকাতা হাইকোর্টের নতুন বেঞ্চে সেই মামলারই শুনানি রয়েছে। এক্ষেত্রে কি আগের বেঞ্চের নির্দেশই বজায় রাখবে নতুন বেঞ্চ?

সোমবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হতে চলেছে। অতীতে এই মামলায় তৎকালীন বিচারপতি তথা অধুনা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। গত ৭ এপ্রিল ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি ছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি সৌমেন সেন। তাই মামলার শুনানি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!