প্রয়াত ‘অব কি বার মোদি সরকার’ স্লোগানের জন্মদাতা পীযূষ পাণ্ডে, শোকের ছায়া বিজ্ঞাপন দুনিয়ায়

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রয়াত বিজ্ঞাপন জগতের কিংবদন্তি পীযূষ পাণ্ডে। বয়স হয়েছিল ৭০। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁকে এদেশের বিজ্ঞাপন দুনিয়ার অন্যতম পথিকৃত হিসেবে বিবেচনা করা হয়। ক্যাডবেরির ‘কুছ খাস হ্যায়’ থেকে ভোডাফোনের পাগের বিজ্ঞাপন, সবই ছিল পীযূষের মস্তিষ্কপ্রসূত। তবে এরই পাশাপাশি ২০১৪ সালে নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারের স্লোগান ‘অব কি বার, মোদি সরকার’ও তাঁরই সৃষ্টি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি।

জন্ম জয়পুরে। বিখ্যাত গায়িকা ইলা অরুণের ভাই তিনি। ১৯৮২ সালে বিজ্ঞাপন দুনিয়ায় পা রাখেন পীযূষ। ক্রিকেট থেকে টি টেস্টিং- নানা বিষয়ে আগ্রহ থাকলেও বিজ্ঞাপনই ছিল প্রথম ও প্রধান প্রেম। ক্যাডবেরির ‘কুছ খাস হ্যায়’, ‘এশিয়ান পেন্টস’-এর বিজ্ঞাপন ‘হর খুশি মে রং লায়ে’, ‘ফেভিকল’-এর একাধিক বিজ্ঞাপন কিংবা ভোডাফোনের (তখন নাম ছিল হাচ) পাগ কুকুরের বিজ্ঞাপনের মতো অসংখ্য ‘মিথ’ হয়ে যাওয়া বিজ্ঞাপনের স্রষ্টা পীযূষ। দূরদর্শনে ‘মিলে সুর মেরা তুমহারা’র মতো দেশভক্তির গানের ভিডিও-তেও পীষূষের কণ্ঠ ব্যবহৃত হয়েছিল। এরই পাশাপাশি ওগিলভির চিফ ক্রিয়েটিভ অফিসার ওয়ার্ল্ডওয়াইড (২০১৯) এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান ইন্ডিয়া হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৪ সালে এলআইএ লেজেন্ড অ্যাওয়ার্ড এবং ২০১৬ সালে পদ্মশ্রীতে ভূষিত হন পীযূষ।