নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রবল গরমে এগিয়ে এল গরমের ছুটি। আগামী সোমবার থেকেই গরমের ছুটি। নির্দেশিকা জারি করে ঘোষণা করল রাজ্য শিক্ষা দফতর। গরমের ছুটি এগিয়ে আার ব্যাপারে ভাবনাচিন্তা চলছিল। অবশেষে সরকারি শিলমোহর পড়ল। বর্তমান তাপপ্রবাহ ও দাবদাহ পরিস্থিতিতেই গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে বলে নির্দেশিকায় জানিয়েছে শিক্ষা দফতর। তবে উত্তরে পাহাড়ে দার্জিলিং ও কালিম্পং জেলায় স্কুল খোলা থাকবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরাও ছুটিতে থাকবেন। আবার স্কুল না খোলা পর্যন্ত স্পেশাল লিভে থাকবেন তাঁরা। স্কুল আবার কবে খুলবে, লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তা ঠিক করবে সংশ্লিষ্ট নির্বাচনী কর্তৃপক্ষ। এখন স্কুল খোলার পর অতিরিক্ত ক্লাস করাতে হবে। পড়ুয়াদের পঠনপাঠনে যাতে কোনও ক্ষতি না হয় সেদিকে নজর রেখেই এই অতিরিক্ত ক্লাস করাবেন শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। প্রসঙ্গত, গতবারও গ্রীষ্মের প্রবল দাবদাহে এগোনো হয়েছিল গরমের ছুটি। চৈত্র মাসেই এত গরম পড়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গরমে ছুটি এগিয়ে এনেছিল শিক্ষা দফতর।