প্রবল দাবদাহের আগে খানিক আরাম দিতে পারে বৃষ্টি, রাজ্যে কেমন আবহাওয়া থাকবে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপ এলাকা। তার জেরেই বাংলার প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। বুধ এবং বৃহস্পতিবার হালকা-মাঝারি বৃষ্টি হলেও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।

সব জেলায় একই ভাবে বৃষ্টি হবে না। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। বাকি জেলাগুলিতে দমকা হাওয়া দিলেও ঝড়ের পরিস্থিতি তৈরি হবে না বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার ফলে বৃষ্টি হলেও অস্বস্তি বজায় থাকবে।

error: Content is protected !!