প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের অপসারণ বিলের প্রতিবাদ, সংসদীয় কমিটিতে থাকছে না তৃণমূল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:১৩০তম সংবিধান সংশোধনী বিলের বিরোধিতায় লোকসভার পর রাজ্যসভাতেও তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে ‘তড়িপার, দূর হটো’ পোস্টার হাতে ওয়েলে নেমে ‘অমিত শাহ গো-ব্যাক’ স্লোগানও দিয়েছেন তৃণমূল সাংসদরা। দলীয় সূত্রের খবর, সংবিধান সংশোধনী বিল-সহ আর যে দু’টি বিল আনা হয়েছে, তা নিয়ে সংসদীয় যৌথ কমিটিতে তৃণমূল আপাতত কোনও প্রতিনিধি রাখবে না বলেই ঠিক করেছে।