প্রথম আলো ও ডেলি স্টারের অফিসে হামলার নিন্দা ইউনূসের, পাশে থাকার বার্তা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ওসমান হাদির মৃত্যুর পরে প্রথম আলো ও ডেলি স্টারের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। কার্যত ধ্বংসস্তূূপে পরিণত করা হয়েছে অফিস। হামলার জেরে সংবাদপত্র প্রকাশ করতে পারেনি ওই দুই পত্রিকা। এর পরেই গোটা ঘটনার নিন্দা করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস উইংয়ের তরফে। একটি বার্তায় দুই পত্রিকার সম্পাদককে গভীর সমবেদনা জানিয়ে বলা হয়েছে, এই হামলা ‘অনাকাঙ্খিত এবং ন্যক্কারজনক’। ওই বার্তায় বলা হয়েছে, ‘এই দুঃসময়ে সরকার আপনার পাশে আছে।’