প্রচার মঞ্চে এবার শাহকে পাল্টা আক্রমণ, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষা নিয়ে প্রশ্ন মমতার


নিজস্ব সংবাদদাতা, Todays Story: উল্টো ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে। সম্প্রতি বালুরঘাটে এসে এই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোচবিহারের জনসভা তাঁকে পাল্টা আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন, অমিত শাহের ভাষা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী।গত ১০ তারিখ বালুরঘাটে এসে সন্দেশখালি প্রশ্নে তৃণমূল সরকারকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভিযোগ করেছিলেন, দোষীদের আড়াল করেছে তৃণমূল। পাল্টা হিসাবে ঝুলিয়ে সোজা করার দাওয়াই দিয়েছিলেন।এদিন কোচবিহারের জনসভা থেকে তোপ তৃণমূল নেত্রীর। মমতা জানিয়েছেন, বাংলার মাঠে ভোটের লড়াই এত সহজ হবে না। বিজেপি যদি মনে করে সন্ত্রাস করে ভোটে জিতবে, তাহলে ভুল ভাবছে। এই প্রসঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভাষা জ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী।

error: Content is protected !!