প্রচারের শেষদিনে বহরমপুরে সৌজন্যের নজির, অধীরকে ফুল ছুড়লেন বিজেপি প্রার্থী নির্মল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রচারে বেরিয়ে একাধিকবার তিনি ‘গো ব্যাক’ স্লোগান শুনেছেন। গাড়ি ঘিরে বিক্ষোভ, বিশৃঙ্খলায় মেজাজও হারিয়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। কিন্তু শনিবার শেষ দফার প্রচারে সৌজন্যের রাজনীতি দেখল বহরমপুর। প্রচারে বেরিয়ে অধীর চৌধুরী এবং বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহা মুখোমুখি হন। অধীরের গাড়িকে লক্ষ্য করে ফুল ছোড়েন বিজেপির নির্মল সাহা।

সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ হবে বহরমপুরে। তার আগে শনিবার সকালে শেষ দিনের প্রচারে বেরিয়ে মুখোমুখি হন বহরমপুরের বাম ও কংগ্রেস জোট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ও বিজেপি প্রার্থী চিকিৎসক নির্মল সাহা।আর সেখানেই দেখা গেল সৌজন্যের নয়া নজির। একসময়ে এক রাস্তায় চলে আসে দুটি দলের রোড শো। একে অপরকে দেখে সৌজন্য বিনিময় করেন বিরোধী শিবিরের দুই প্রার্থী। অধীর চৌধুরীর গাড়িতে ফুল ছুঁড়ে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান বিজেপির নির্মল সাহা।