📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার বিকাল পাঁচটায় নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির সাংস্কৃতিক মঞ্চ থেকে প্রকাশিত হল সমিতির এই বছরের শারদ-পত্রিকা “শারদপাতা ৫১ পীঠ”। কেবলমাত্র মহিলা লেখকের লেখাই রয়েছে এবারের বইটিতে। একান্নজন স্বনামধন্য লেখিকার কলমে একান্নটি অভিনব লেখায় সেজে উঠেছে ব্যতিক্রমী এই শারদ পত্রিকা।
বইটির উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন নিউটাউন হিডকো ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান এবং ৩৬৫ দিন সংবাদপত্রের সম্পাদক ডঃ পূষণ গুপ্ত, বিধাননগর পৌর নিগমের কাউন্সিলর শ্রীযুক্ত সব্যসাচী দত্ত, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর ডঃ সত্যম রায়চৌধুরী, বুক সেলার্স এবং পাবলিশার্স গিল্ডের ট্রেজারার শ্রীযুক্ত রাজু বর্মণ এবং আরও অনেকে।
উপস্থিত ছিলেন নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির গভর্ণিং বডির সদস্য-সদস্যারা এবং আমন্ত্রিত একান্নজন লেখিকাও।
প্রথম বছর থেকেই নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির মাতৃ আরাধনায় নিযুক্ত থাকেন মহিলা পুরোহিতরা। এছাড়াও নারীরা ক্ষমতায়ন এবং মহিলা স্বনির্ভরতার বিষয়ে অতিরিক্ত গুরুত্ব প্রদান এই পুজো কমিটির একটি বিশেষ বৈশিষ্ট্য। সেই হিসেবে একান্নজন লেখিকার লেখায় সমৃদ্ধ “শারদ পাতা ৫১ পীঠ” নিউটাউন সর্বজনীনের গৌরব আরও বৃদ্ধি করবে বলেই সকলের অনুমান।
প্রকাশিত হল ‘শারদপাতা ৫১ পীঠ’, মহিলা লেখকদের লেখাকেই প্রাধান্য নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব কমিটির
