📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রকাশিত হলো চলতি বছরের আইসিএসই (ICSE) ও আইএসসি (ISC) পরীক্ষার ফল। আইসিএসইতে পাশের হার ৯৯.০৯ শতাংশ এবং আইএসসিতে পাশের হার ৯৯.০২ শতাংশ। দুটি ক্ষেত্রেই ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা। ICSEতে মেয়েদের পাশের হার ৯৯.৩৭ যেখানে ছেলেদের পাশের হার ৯৮.৮৪ শতাংশ। অন্যদিকে ISCতে মেয়েদের পাশের হার ৯৯.৪৫, ছেলেদের পাশের হার ৯৮.৬৪ শতাংশ।
প্রকাশিত হলো ICSE ও ISC পরীক্ষার ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
