
📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জেলা থেকে শহর, ওয়ার্ডে ওয়ার্ডে পালিত হল ছট পুজো। এটি মূলত হিন্দী ভাষীদের উৎসব হলেও ছট পুজোকে কেন্দ্র করে সম্প্রীতি ও সৌদার্হ্যের ছবি দেখা গেল ১০৬ নং ওয়ার্ডে। পৌর প্রতিনিধি অরিজিৎ দাস ঠাকুরের উদ্যোগে যাদবপুরের গড়ফায় মাতঙ্গিনী হসপিটাল সংলগ্ন জলাশয়ে আয়োজন করা হয়েছিল ছট পুজোর। যেখানে ছট ব্রতীরা সূর্যদেব ও ছটি মাইয়ার উপাসনা করেন সমস্ত নিয়ম রীতি মেনে। শুধু তাই নয়, ছট পালন না করলেও এদিন প্রচুর বাঙালিদেরকেও এই অনুষ্ঠানে দেখা যায়। কথায় বলে, ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দিভাষীদের উৎসবে বাঙালিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জলাশয়ে ভোট নামিয়ে সর্বক্ষণ তদারকি চালানো হয়। পুণ্যার্থীদের পাশাপাশি পরিস্থিতি পরিদর্শনে ছিলেন স্বয়ং বিধায়ক দেবব্রত মজুমদার ও অরিজিৎ দাস ঠাকুর। সেই সঙ্গে কোনো পুণ্যার্থী যদি অসুস্থ বোধ করেন তার জন্য ছিল স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা। ছিল পার্কিং এর সুবন্দোবস্ত। সঙ্গে কড়া পুলিশি প্রহরা। পুণ্যার্থীদের জন্য ঠান্ডা শরবৎ ও কফির ব্যবস্থাও ছিল এদিন। ছটব্রতীদের হাতে উপহার স্বরূপ ফলের ডালা তুলে দিয়ে উৎসবের আনন্দ দ্বিগুণ করে তোলেন দেবব্রত মজুমদার ও অরিজিৎ দাস ঠাকুর। তবে, ছটের কারণে সৃষ্ট দূষণের জেরে রবীন্দ্র সরোবর লেক পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ১০৬ নং ওয়ার্ডে দূষণের কোনো জায়গাই নেই বলে জানিয়েছেন অরিজিৎ দাস ঠাকুর। পুজোর সামগ্রী জলে পড়ার সঙ্গে সঙ্গে তা তুলে নেওয়া হচ্ছে। সুন্দর ব্যবস্থায় শান্তিপূর্ণ ভাবে ছট পুজোর আরাধনা দেখা গেল মাতঙ্গিনী হসপিটাল সংলগ্ন পুকুরে।


