📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সুখবর শোনালো নাসা। ন মাস মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাঁদের ফিরিয়ে আনতে ভারতীয় সময় রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে ইলন মাস্কের মহাকাশযান পৌঁছে যায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে। এ বার নাসা জানিয়ে দিল ঠিক কবে ফিরছেন সুনীতা এবং বুচ। নাসার তরফে জানানো হয়েছে, ৯ মাস মহাকাশের স্পেস স্টেশনে আটকে থাকার পরে মঙ্গলবারই পৃথিবীতে ফিরে আসছেন সুনীতা এবং বুচ।রবিবার নাসার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গীরা ফিরছেন। তাদের আশা, ভারতীয় সময় মঙ্গলবার রাত ৩.২৭ (GMT ২১টা ৫৭ মিনিট) ( ইংরেজি হিসেবে বুধবার ভোরের মুখে) নাগাদ সুনীতাদের নিয়ে ওই মহাকাশযান নামবে ফ্লোরিডা উপকূলে। আগে জানানো হয়েছিল যে বুধবারের আগে তাঁদের পৃথিবীতে প্রত্যাবর্তন সম্ভব হবে না।নাসার তরফে জানানো হয়েছে, সুনীতাদের ফিরে আসার বিষয়টি লাইভ স্ট্রিমিং করা হবে। স্পেসএক্স-ক্রু ৯ করে সেখানকার স্থানীয় সময় সোমবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে এই লাইভ কভারেজ।
পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর, কবে?
