📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুর্শিদাবাদে হিসেব কষে হিংসা, বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতার। ‘মুর্শিদাবাদের পরিস্থিতি ভয়াবহ, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। একের পর এক বাড়ি গুঁড়িয়ে দিয়েছে, ভয়ঙ্কর ছবি সামনে এসেছে। রাজনৈতিক কারণে উনিই এসব করিয়েছেন। অমিত শাহের সক্রিয় ভূমিকা বুঝতে পেরেই তাঁকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলছেন ওই এলাকা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। কিন্তু জেলা তো মুর্শিদাবাদ, পুলিশ জেলা জঙ্গিপুর। ওঁর মুখ থেকে সত্যি কথা বেরিয়ে গেছে। পুরোটাই উনি হিসেব কষে করিয়েছেন। সামশেরগঞ্জ ও ফরাক্কায় ঈশা খান চৌধুরীর লিড আছে। বৈষ্ণবনগর কেন্দ্রে আবার বিজেপি এগিয়ে। একদম হিসেব কষে এটা করিয়েছে তৃণমূল’, আক্রমণ শুভেন্দুর।
‘পুরোটা উনি হিসেব কষে করিয়েছেন’, মুর্শিদাবাদে অশান্তির জন্য কাকে নিশানা শুভেন্দুর?
