পুরীতে রথযাত্রার সময় বিশৃঙ্খলা, আহত শতাধিক পুণ্যার্থী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রথযাত্রার সময় বিশৃঙ্খল পরিস্থিতি (Puri RathaYatra 2025)। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা দেখতে উপচে পড়া ভিড়। সেই ভিড়ের মাঝে পড়ে আহত হলেন শতাধিক পুণ্যার্থী (40 pilgrims injured)। শুক্রবার পুরীর শ্রী নাহার (রাজার প্রাসাদ) এলাকার কাছে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রের খবর। তবে এ ব্যাপারে পুরী মন্দির কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

সূত্রের খবর, জগন্নাথের ‘পাহাড়ি’ অনুষ্ঠানের সময় গজপতি দিব্যসংঘদেবের প্রাসাদের কাছে প্রচুর পুণ্যার্থী জড় হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড় সামলাতে প্রশাসন হিমশিম খায়। আচমকা বিশৃঙ্খলা এতটাই বাড়ে যে ধাক্কাধাক্কির জেরে একাধিক মানুষ পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে পুরী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১০ জনের আঘাত গুরুতর, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে অসমর্থিত সূত্রের খবর, ঘটনায় শতাধিক মানুষ জখম হয়েছেন।

error: Content is protected !!