পুজোর আগে রাজ্যকে মেট্রোর উপহার, মেট্রো পথে জুড়ছে রুবি মোড় থেকে বেলেঘাটা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পুজোর আগে রাজ্যকে মেট্রোর উপহার। মেট্রো পথে জুড়ছে রুবি মোড় থেকে বেলেঘাটা। ২২ অগাস্ট রাজ্যে ৩টি মেট্রো লাইনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। এর ফলে গ্রিন লাইনে জুড়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদা। নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটের অরেঞ্জ লাইনে জুড়তে চলেছে রুবি মোড় থেকে বেলেঘাটা। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর সম্প্রসারণ হয়েছে। ১৬ অগাস্ট শনিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি এই রুট পরিদর্শন আসবেন। সব ঠিকঠাক চললে ২২ অগাস্ট নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট সম্প্রসারিত রুটেরও উদ্বোধন। এই সম্প্রসারিত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।