নিজস্ব সংবাদদাতা, Todays Story: তখনও লোকসভা ভোট ঘোষণা হয়নি। সেটা ২৮ জানুয়ারি। সেই রবিবার ডায়মন্ড হারবারে সভা করে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী বলেছিলেন, “লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার নিয়ে আমরা আত্মবিশ্বাসী। ধরে নিতে পারেন এটা আমার লোকসভার প্রস্তুতিসভা।”শুধু এখানে না থেমে নওসাদ আরও জানিয়েছিলেন, “দল অনুমতি দিলে ডায়মন্ড হারবার থেকে তিনি লোকসভা ভোটে লড়বেন।” কেন ডায়মন্ড-হারবার থেকেই তিনি লড়তে চান, তার কারণও জানিয়েছিলেন নওসাদ। আইএসএফ বিধায়কের দাবি ছিল, “বর্তমান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের আগে প্রাক্তন শব্দটা বসাতে চাই।”কীভাবে সেটা সম্ভব করবেন, তাও জানিয়েছিলেন নওসাদ। প্রকাশ্য সভায় ভোটারদের উদ্দেশে তাঁর টোটকা ছিল, “সাইলেন্ট ভোটার হয়ে থাকুন। প্রয়োজনে তৃণমূলের মিছিল মিটিংয়েও যান। ভোটটা আইএসএফকে দিলেই হবে!”