📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিকে দিকে উদযাপিত হচ্ছে অপারেশন সিঁদুরের সাফল্য । ভারতীয় সেনার পাকিস্তানকে দেওয়া জবাব নিয়ে ভারত সরকার ও ভারতীয় সেনাবাহিনীর সেই অপারেশনের কথা শুধু দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকেনি।বিশ্বের কাছেও পৌঁছে দিচ্ছেন জনপ্রতিনিধিরা। অপারেশন সিঁদুরের সাফল্যের ঢেউ পৌঁছেছে বিলেতেও। এ রাজ্যেও জেলায় জেলায় তিরঙ্গা যাত্রার মাধ্যমে কুর্ণিশ জানানো হচ্ছে সেনাবাহিনীকে।শনিবার পান্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত গোগলায় ফের একবার ভারতীয় সেনার জয়গান শোনা গেল তিরঙ্গা যাত্রায় ।উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি সহ স্থানীয় নাগরিকরা ।

জিতেন্দ্র তিওয়ারি বলেন, “তিরঙ্গা যাত্রার সময় রাস্তার ধারে পথচারীরা সমর্থন জানিয়েছে । স্বেচ্ছাসেবকদের কাছ থেকে তারা জাতীয় পতাকা নিজেদের হাতে তুলে নিয়েছেন ।এটা দেখে আমরা আপ্লুত । আগামীদিনে বিভিন্ন অঞ্চলে এই তিরঙ্গা যাত্রা আমরা আয়োজিত করব।“ শাসকদলের নাম মুখে না নিয়ে যারা এই ধরনের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন তাদের হুঁশিয়ারি দিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন , “আপনারা শুধরে যান। না হলে জনগন শুধরে দেবে। আমরা আমাদের সেনার পাশে থাকার অঙ্গীকার করেছি। দুষ্ট ব্যক্তিদের লাল চোখ উপেক্ষা করে যারা তিরঙ্গা যাত্রায় শামিল হয়েছেন তাদের ধন্যবাদ জানাই ।“


