📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের জামগোড়া গ্রামে আজ এক ব্যতিক্রমী জনসংযোগ কর্মসূচি ও তুলসী চারা বিতরণ অনুষ্ঠিত হয়। এদিন এলাকা ঘুরে ঘুরে প্রাক্তন বিধায়ক খালি পায়ে জল পেড়িয়ে, সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যান, তাঁদের সমস্যার কথা শোনেন, বৃষ্টিতে ভিজে ভিজে ক্ষতিগ্রস্ত পরিবারের কথা শুনে, তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এই মানবিক কর্মকাণ্ডে তিনি বলেন – এলাকার মানুষের পাশে থাকাই আমার প্রথম কর্তব্য। বর্ষায় যাদের মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই, তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। আমাদের দলের কর্মীরা , বিপর্যস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রিপল দেওয়ার কাজ করছে।

তুলসী চারা বিতরণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয়, তেমনই সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করা হয়।
এদিনের এই কর্মসূচিতে সাধারণ মানুষের বিপুল সাড়া পাওয়া যায়। অনেকেই আক্ষেপ করে বলেন, “প্রাক্তন বিধায়ক আজও আমাদের পাশে রয়েছেন, অথচ বর্তমান বিধায়কের দেখা নেই।”

