📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পানশালার আড়ালে নারী পাচার? তদন্তে নেমে একসঙ্গে কলকাতার ৭ জায়গায় অভিযান চালাল ED। সল্টলেকের ব্যবসায়ী জগজিৎ সিং-সহ ৩ ব্যবসায়ীর বাড়ি-ও একাধিক ঠিকানায় চলে ম্যারাথন অভিযান। তল্লাশি চলে ব্যবসায়ী ঘনিষ্ঠ এক ইঞ্জিনিয়ারের নাগেরবাজারের ফ্ল্যাটেও।
পানশালার আড়ালে নারী পাচার? তদন্তে নেমে একসঙ্গে কলকাতার ৭ জায়গায় অভিযান চালাল ED

