📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পাণ্ডবেশ্বরের বর্তমান বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে শাসক দল তৃণমূলের অন্দরে। সম্প্রতি একাধিক কয়লা ও বালি মাফিয়াদের সঙ্গে বিধায়কের ঘনিষ্ঠতার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দলের ভাবমূর্তিতে বড় ধাক্কা লেগেছে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব।
দলীয় সূত্রে খবর, বালি মাফিয়াদের দৌরাত্ম্যে পানীয় জলের সংকট, রাস্তার বেহাল অবস্থা, এবং একের পর এক দুর্ঘটনায় সাধারণ মানুষের মৃত্যু — এই সমস্ত বিষয় নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয় মানুষ এবং দলের অন্দরে। তৃণমূল সুপ্রিমোও এই পরিস্থিতি নিয়ে যথেষ্ট বিরক্ত বলে জানা গিয়েছে।
সবমিলিয়ে আগামী বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর সহ রাজ্যের বিভিন্ন আসনে প্রার্থীপদ নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, প্রতি বিধানসভা কেন্দ্র থেকে কমপক্ষে ২ জন বিকল্প প্রার্থীর নাম খতিয়ে দেখছে দল। কলকাতায় দলের অন্দরের খবর অনুযায়ী, পাণ্ডবেশ্বর কেন্দ্র থেকেও ইতিমধ্যেই ২ জন বিকল্প মুখের নাম রাজ্য নেতৃত্বের কাছে জমা পড়েছে।
সব মিলিয়ে, পাণ্ডবেশ্বর বিধানসভায় মুখ বদলের সম্ভাবনা এখন জোরালো। শেষ কথা বলবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।