📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাঁশগোড়া অঞ্চলে লাল পাহাড় বনাঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত হল এক মনোজ্ঞ জনজাতি মিলন সমারোহ। অনুষ্ঠানটি ঘিরে জনজাতি সংস্কৃতি, ঐতিহ্য এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসে।

এই অনুষ্ঠানে সম্মানিত করা হয় এলাকার মেধাবী শিক্ষার্থীদের ও লোক নৃত্যানুষ্ঠান শিল্পীদের। পাশাপাশি, যুব সম্প্রদায়ের মধ্যে খেলার প্রতি আগ্রহ বাড়াতে তাদের প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু স্থানীয় মানুষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, “জনজাতি সমাজের সংস্কৃতি ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব। এই ধরনের উদ্যোগ সমাজকে এগিয়ে নিয়ে যায়।”

অনুষ্ঠান চলাকালীন অনেক সাধারণ মানুষ তাঁদের অসন্তোষের কথা প্রকাশ করেন বর্তমান বিধায়কের কাজের অভাব নিয়ে। তাঁদের বক্তব্য, “বর্তমান বিধায়ক কিছুই করেননি, আমাদের সমস্যাগুলোর দিকে কোনো নজর দেওয়া হয়নি। এবার ভোটে আমরা তাঁকে আর সমর্থন করব না।”
এই সমারোহে জনজাতি সংস্কৃতি ও সমাজ উন্নয়নের একটি দৃঢ় বার্তা দিল লাল পাহাড় বনাঞ্চল কমিটি।

