পাটনায় ‘রক্তকরবী’-র প্রভাবশালী মঞ্চায়ন, নন্দিনী চরিত্রে রত্না পাল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কালজয়ী নাটক ‘রক্তকরবী’-র এক শক্তিশালী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, পাটনার রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে। এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্র পরিষদ, পাটনা-র উদ্যোগে।

নাটকটির নির্দেশনায় ছিলেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব ড. রঞ্জন সিং। তাঁর সংযত ও দক্ষ নির্দেশনায় নাটকটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের গভীরভাবে আকর্ষিত করে রাখে।

নাটকের কেন্দ্রীয় চরিত্র নন্দিনী-র ভূমিকায় শ্রীমতী রত্না পাল-এর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। উল্লেখযোগ্য যে রত্না পাল পশ্চিমবঙ্গ রাজ্য সম্মানপ্রাপ্ত শিল্পী। তিনি পূর্বে সংস্কৃতি দলের সদস্য হিসেবে চীনে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং মহামান্য রাষ্ট্রপতির সম্মুখে রবীন্দ্র নৃত্যের মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে গৌরবান্বিত করেছেন।

নিজের দীর্ঘ অভিজ্ঞতা, সংবেদনশীল অভিব্যক্তি ও শক্তিশালী সংলাপপ্রয়োগের মাধ্যমে রত্না পাল নন্দিনী চরিত্রটিকে মঞ্চে জীবন্ত করে তোলেন, যা দর্শকদের বিপুল করতালিতে প্রশংসিত হয়।

‘রক্তকরবী’ নাটকটি শোষণ, ক্ষমতা ও মানবিক স্বাধীনতার মতো গভীর বিষয়কে কেন্দ্র করে রচিত, যা আজকের সামাজিক প্রেক্ষাপটেও সমানভাবে প্রাসঙ্গিক। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নাট্যপ্রেমী ও সংস্কৃতিপ্রেমী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।