📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংসের (Punjab Kings)। প্লে অফে (Play Off) উঠতে গেলে এই ম্যাচ জেতা অত্যন্ত জরুরি। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা কেকেআরের যেন শনির দশা চলছে। শনিবারও শনির দশা না কাটলে প্লে অফ প্রায় অসম্ভব হয়ে উঠবে। এর মধ্যেই বাড়তি অক্সিজেন প্রবেশ করল বলিউডের বাদশার দলে।
কাশ্মীরের দ্রুতগতির পেসার উমরান মালিক (Umran Malik) কেকেআর শিবিরে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। তিনি অবশ্য নতুন করে নাইটদের দলে যোগদান করছেন না। চলতি মরশুমের শুরুতেই ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। মার্চ মাসে তাঁর বদলি হিসাবে বাঁহাতি পেসার চেতন সাকারিয়াকে দলে নিয়েছিল কেকেআর। এখন দেখার শনিবারের ম্যাচে তাঁকে নাইটরা ব্যবহার করে কি না।